বাংলাদেশের সেরা কিছু ফেসবুক গ্রুপ
বাংলাদেশের সেরা কিছু ফেসবুক গ্রুপ
১. আপনি কি একজন উদ্যোক্তা হতে চান ? তবে বিশ্বের ২২ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক গ্রুপ “চাকরি খুঁজব না চাকরি দেব” গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপের লিংক নিচে –
আরও পড়ুন- ই-কমার্স কি? কিভাবে ই–কমার্স ব্যবসা শুরু করবেন
চাকরি খুঁজব না চাকরি দেব
২. আপনার ব্যবসা বা উদ্যোগ কি হালাল? অথবা যে চুক্তিটি আপনি করেছেন তা কি শরিয়ত সম্মত? জানতে বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক ইসলামী অর্থনীতি বিষয়ক গ্রুপ “ইসলামী অর্থনীতি ফোরামে” যুক্ত হতে পারেন। গ্রুপের লিংক নিচে –
ইসলামী অর্থনীতি ফোরাম
৩. আপনি কি গরুর খামার দিতে চান ? তবে গরু লালনপালন সহায়তার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক গ্রুপ “আমরা ডেইরী ফারমার্স” গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপের লিংক নিচে –
আমরা ডেইরি ফার্মারস (Dairy Farming in Bangladesh)
৪. গরু মোটা তাজা করনের জন্য নিঊট্রিশন এক্সপার্ট দ্বারা পরিচালিত নির্ভরযোগ্য একটি গ্রুপ “ Dairy Development & Nutrition Research Institute ”। গ্রুপের লিংক নিচে –
ডেইরী ডেভেলপমেন্ট ইন্সটিটিউট Dairy Development&Nutrition Research Institute
৪. যদি মাছ চাষ আপনার পেশা বা শখ হয়ে থাকে তাহলে দেরী না বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক গ্রুপ “আমরা মাছ চাষী” গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপের লিংক নিচে –
আমরা মাছ চাষী
৫. যদি ছাদ বাগান করার শখ থাকে তাহলে “সবুজ বাগান সোসাইটি” তে পাবেন ফ্রি গাছ ও পরামর্শ। গ্রুপের লিংক নিচে –
সবুজ বাগান সোসাইটি, Sobuj Bagan Society
৬. ফ্রি’ তে মাইক্রোসফট এক্সেল শিখতে এটিই প্বৃথিবীর সবচেয়ে চেয়ে বড় ফেসবুক গ্রুপ “ Excel and Words Tricks”। গ্রুপের লিংক নিচে –
Excel and Words Tricks
৭. কৃষি উদ্যোক্তা হতে চাইলে এখানে দিকনির্দেশনা পাবেন। “ কৃষি উদ্যোক্তা ” গ্রুপের লিংক নিচে –
কৃষি উদ্যোক্তা
৮. খরগোশ পালনে আগ্রহিদের জন্য “Rabbit Parents of Bangladesh” গ্রুপে প্রায় সময় ফ্রিতে খরগোশ দেয়া হয় তবে তাদের শর্ত হল, নিজের সন্তানের মত যত্ন করতে হবে। গ্রুপের লিংক নিচে –
Rabbit Parents of Bangladesh
৯. একুরিয়ামে মাছ চাষ বা সৌখীন মাছের ব্যবসা অনেকেই করেন। তাদের জন্য “Bangladesh Aquarium Hobbyist” গ্রুপ। গ্রুপের লিংক নিচে –
Bangladesh Aquarium Hobbyist
১০. অসহায় শরণার্থীদের পাশে দাড়াতে “International Refugee Help Center / আন্তর্জাতিক শরণার্থী সহায়তা কেন্দ্র” কাজ করছে। এই গ্রুপে রোহিঙ্গা সহ পৃথিবীর অন্যান্য জনগোষ্ঠীর মৌলিক অধিকার, দলিল-দস্তাবেজ নিয়ে কাজ করা হয়। গ্রুপের লিংক নিচে –
Log into Facebook | Facebook
১০. বিজ্ঞানী ও একাডেমিক কাজে নিয়োজিতদের সায়িন্টিফিক আর্টিক্যাল, জার্নাল, রিসার্স পেপার একটি অত্যাবশ্যকীয় জিনিষ। যা প্রায় সময় টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু “Paper Request” ও “Research Paper Request” গ্রুপ দুটিতে আপনি সম্পুর্ন বিনামূল্যে তা সংগ্রহ করতে পারবেন। গ্রুপের লিংক নিচে –
Research Paper Request
১১. কোরিয়া যেতে চান ? অথবা কোন সহযোগিতা প্রয়োজন হলে “Eps bangla” তে আপনাকে স্বাগতম। গ্রুপের লিংক নিচে –
Eps bangla
১২. আপনি কি তিতির – টার্কি মুরগী পালন করেন ? তবে “Bangladesh Turkey farmers Community (BTFC)” আপনার জন্য একমাত্র গ্রুপ ! গ্রুপের লিংক নিচে –
Bangladesh Turkey Farmers Community (BTFC)
১৩. সাইকেল ভাল লাগে ? কেনা-বেচা করতে চান ? তবে “Cycle Bazar (সাইকেল বাজার)” চলে আসুন। গ্রুপের লিংক নিচে –
Cycle Bazar (সাইকেল বাজার)
১৪. “মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেট সমস্যার সমাধান” চান ? গ্রুপের লিংক নিচে –
Tech Point | টেক পয়েন্ট
১৫. বিড়াল প্রেমিদের বিশাল আড্ডা “Cat Society Of Bangladesh” ! গ্রুপের লিংক নিচে –
Cat Society of Bangladesh
১৬. আপনি কি রেল ফ্যান ? রেলওয়ে সম্পর্কিত সকল তথ্য, আপডেট পাবেন “Bangladesh Railway” গ্রুপে। গ্রুপের লিংক নিচে –
Bangladesh Railway Fan Group
১৭. বিদেশে পড়াশোনা করতে প্রতিবছর অনেকে ইউরোপে যায়। ইউরোপে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শের জন্য “Bangladeshi Students Association in Europe” গ্রুপ। গ্রুপের লিংক নিচে –
Bangladeshi Students Association in Europe
১৮. বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয় “Climate Change Discussion” গ্রুপে। গ্রুপের লিংক নিচে –
Climate Change Discussion
১৯. তেলাপিয়া মাছ শুধু বাংলা নয় বরং সারা পৃথিবীতে আমিষের উল্লেখ্যজনক চাহিদা পূরণ করে। শুধু তাই নয় এর চামড়া দিয়ে জুতাও তৈরি হয়। তাই শুধু তেলাপিয়া মাছ নিয়েই আছে একটি আলাদা “Tilapia Group”। গ্রুপের লিংক নিচে –
AIT-Tilapia-Net
২০. আউটসোর্সিং সংক্রান্ত সাহায্যের জন্য
Freelancer help Center
২১. জার্মানীতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে গ্রুপটি আপনার জন্য। জার্মানীর বাংলাদেশী সেচ্ছাসেবী ষ্টুডেন্ট দ্বারা পরিচালিত বিনামূল্যে জার্মানীতে উচ্চশিক্ষার বিভিন্ন তথ্যের জন্য গ্রুপটি।
বিসাগ (BSAAG)
22. পন্যের উৎপাদন ,বিঞ্জাপন ও প্রসার
পন্যের উৎপাদন ,বিঞ্জাপন ও প্রসার
টেক রিলেটেড বাংলাদেশের অন্যতম একটি গ্রুপ ঃ-
গ্রুপটি ২০১৫ সালে তৈরি করেন টেকটিউনসের অন্যতম টিউনার এবং বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’স এর Crew Rizwan Bin Sulaiman ভাই। তাছাড়া বাংলাদেশের অন্যাতম আইটি এক্সপার্ট বৃন্দ গ্রুপিটির এডমিন হিসাবে রয়েছেন। তার মধ্যে অন্যাতম পিয়াসী মন ভাই, Imtiaz Alam ভাই, টেকটিউনসের অন্যতম টিউনার হাসান শাহরিয়ার ভাই, Sakhawath Hossen Sohan ভাই, Kaisar Reagan ভাই Sadman Samee Tonmoy ভাই, Ashik Mahmud, ও Srabon Khan।
Desperately Seeking Tech-DST
বাংলাদেশের ভিডিও এডটিং হেল্প নিয়ে একটি মাত্র গ্রুপঃ
ভিডিও এডিটিং নিয়ে বাংলাদেশের একমাত্র গ্রুপ Video Editing Help Line – বাংলাদেশ ! এই গ্রপটি ২০১৫ সালের প্রথম দিকে তৈরি, এডমিন হিসাবে রয়েছেন জাফরান বিন অর্ক ভাই, কোরেল ভিডিও এডিটর এক্সপার্ট Omer Faruk ভাই, ইফেক্টস এক্সপার্ট Dreamless Shuvo ভাই, একজন ভাল ছেলে এবং Partho Pratim Mazumder ভাই।
ভিডিও এডটিং নিয়ে যে কোন কিছু জানতে গ্রুপে প্রশ্ন করতে পারেন 🙂 আর ভিডিও এডিটিং সম্পর্কে জানতে গ্রুপের ডক ফাইল গুলা পড়বেন।
Video Editing Help Line – বাংলাদেশ
গ্রাফিক্স ডিজাইনের জন্য আমার অন্যতম প্রিয় গ্রুপ
গ্রুপটির তৈরি করেছেন Genesisblogs এর এডমিন Md Ekram ভাই, এবং গ্রাফিক্স এর টিউটেরিয়াল দেন Drothia Haque আপু আরো এডমিন হিসাবে রয়েছেন Shamima Nipa।
Beside Designers
গ্রুপটির বিষয়বস্তু খুব সাধারণ, কেনা বেচা করার ক্লাসিফাইড অ্যাড এখানে পোস্ট করা যাবে, সেখান থেকে অন্যান্য মেম্বাররা দেখে শুনে বুঝে কিনবেন। বিক্রয়, ক্লিকবিডি বা ওএলএক্স বাংলাদেশের ডুলনায় এই গ্রুপটির ভিজিটর অবশ্যই কম, তবুও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটি – শুধু তাই নয়, বেশীরভাগ সময় গ্রুপে পোস্ট দিয়ে বেচা বা কেনা ই-কমার্স সাইটের তুলনায় দ্রুত হয়ে যায়। এই গ্রুপটি ফোকাসড মার্কেটিং এর খুব ভালো উদাহরণ। গ্রুপে মেম্বার অনেক কম হলেও তারা সবাই বেচা কেনায় আগ্রহী, তাই যদি মাত্র ২০০ মানুষও বিজ্ঞাপনটি দেখে তাহলে ২০০জনই ক্রেতা, সেখানে সাইটে হাজার হাজার মানুষ দেখলেও খুব কমই আছেন যারা কেনার কথা ভাবছেন। তবে গ্রুপটিতে সরাসরি ক্যাশ কেনাবেচার তুলনায় অদলবদলই বেশী হয়। কমেন্ট করে ক্রেতার সাথে রিয়েল-টাইমে যোগাযোগ করা যায় বলে সবাই কথা বলতে আরও উৎসাহী হয়ে ওঠেন যা বিক্রয় বা সেলবাজারে করা সম্ভব হয়ে
Buy & Sell (Bangladesh Edition)-Official (TM)
বিদেশ থেকে জিনিষপত্র নিয়ে আসার জন্য আমরা প্রবাসী আত্মীদের কাছে বার বার অনুরধ করি। কেউ না থাকলে পরিচিত কারও মাধ্যমে আনিয়ে নেয়া যায় কিনা সেটা চেষ্টা করি। তবে সবসময়ই তা সম্ভব হয়না, আর দেশে পে-প্যাল বা সহজে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না পেয়ে অনেকেই বিদেশ থেকে পণ্য আনতে চাইলেও পারেন না। তাদের সমস্যার সমাধান নিয়েই এই গ্রুপটি। এখানে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যের অর্ডার দিলে সেটির দাম, ট্যাক্স ও পরিবহন চার্জ মিলিয়ে মূল্য বলে দেয়া হবে, যা গ্রুপের মালিকের কাছে পরিশোধ করার পর তিনি তা নিয়ে আসবেন। ৩ সপ্তাহ থেকে ১ মাস পর সেটি তার দোকান থেকে নিয়ে নেয়া যাবে। দাম একটু বেশী পরলেও অন্তত প্রয়োজনীয় পণ্যটি হাতে পাবেন
Amazon.co.bd
গ্রুপটির শুরু হয়েছিল অ্যান্ড্রয়েড কথন ওয়েবসাইটটির ফোরাম হিসেবে। পরে তা অ্যান্ড্রয়েড কথনকে ছাড়িয়ে হয়ে ওঠেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মিলন মেলা। বাংলায় অ্যান্ড্রয়েড নিয়ে আলোচনার প্রথম প্ল্যাটফর্ম হিসেবে প্রচুর মানুষ প্রতিদিন অ্যান্ড্রয়েডের সমস্যা নিয়ে পোস্ট করছেন, অন্যরা সাহায্য করছেন। গ্রুপটি নামে অ্যান্ড্রয়েড কথন হলেও বলা যেতে পারে এটি বাংলায় অ্যান্ড্রয়েড পরিবার। আপনার যে কোনও প্রকার অ্যান্ড্রয়েড জিজ্ঞাসা, বিশেষ করে সিম্ফনি বা ওয়াল্টন ফোনের ব্যাপারে জানার জন্য গ্রুপটি ঘুরে আসতে পারেন। বা কি ফোন কিনবেন সেটা নিয়েও বিশাল আলোচনা করতে পারেন, মোট কথা পরামর্শের জন্য গ্রুপটি বেশ নাম করা। তবে অ্যান্ড্রয়েডের বাইরে অন্য প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করা অনেকটাই নিষেধ।
Android Kothon Link
ইচ্ছা ছিলো আরো অনেক গ্রুপের সাথে পরিচয় করিয়ে দেওয়ার 🙂 হয়তো, আরো অনেক গ্রুপ থেকে গেছে চেষ্টা করবো অন্যকোনদিন সেই গ্রুপ গুলাকে নিয়ে লেখার।
তথ্যসূত্র – https://bn.quora.com/ & https://www.techtunes.co/
- বাংলাদেশের সেরা দশটি সোস্যাল নেটওয়ার্কিং মাধ্যম
- Grameenphone Puk code unblock-2020
- Top 10 mobile brand in Bangladesh
- Domain কি?কোথা থেকে Domain কিনতে হয়।
- Hosting কি? কোথা থেকে Hosting কিনতে হবে৷
- কীভাবে একটি ওয়েবসাইট খুলে ইনকাম করা যায়।
- কখন ওয়েবসাইট বা ব্লগের জন্য অ্যাডসেন্স এ আবেদন করবেন
- কীভাবে seo optimization করবেন।
- কীভাবে google adsense approval পাবেন খুব সহজে
- ব্লগিং এর জন্য কোন নিশ বা টপিক বেছে নিবেন?