সকল পুরুষকে ধর্ষকের সারিতে আনবেন না
সম্প্রতিককালে ধর্ষণ অনেকটা যেন মহামারি আকার ধারণ করতে চলেছে। ধর্ষণের ব্যাপারে চারিদিকে প্রতিবাদে সোচ্চার হয়েছে মানুষ। বিভিন্ন জায়গায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে প্রতিবাদ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করছে।
এই প্রতিবাদের মধ্যেই কিছু নারীর ধারনাই পুরুষের মানেই ধর্ষক। না পুরুষ মানেই ধর্ষক নয় কিছু বিকৃত রুচির পুরুষের জন্য, কিছু কাপুরুষোচিত আচরণের পুরুষের জন্য আপনারা সমগ্র পুরুষকে ধর্ষকের তালিকাভুক্ত করতে পারেন।
এইটা মনে রাখা জরুরি পুরুষ কিন্তু কোন নারীর আশ্রয়স্থল,পুরুষ কিন্তু নারীর ভরসা। তাই অনুগ্রহপূর্বক সকল পুরুষকে ধর্ষকের সারিতে নিয়ে আসবেন না।
Na ata sotti kotha sbai k akoii akoi sarite ana hole to dunia tai chalbe na …