আরবে IPL,কোহলির নেতৃত্বে খেলার জন্য তৈরি ফিঞ্চ
আরবে IPL,কোহলির নেতৃত্বে খেলার জন্য তৈরি ফিঞ্চ
বছর শেষে ডনের দেশে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ নিয়ে ফিঞ্চের মন্তব্য,ভারত আর অস্ট্রেলিয়ার সিরিজ মানেই জমজমাট লড়াই
সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলে এবার বিরাট কোহলির নেতৃত্বে খেলার জন্য তৈরি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। গতবছর আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অ্যারোন ফিঞ্চকে কিনেছিল। তারপর থেকেই বিরাটের নেতৃত্বে খেলার জন্য নাকি মুখিয়ে রয়েছেন ফিঞ্চ।
এক সাক্ষাৎকারে অ্যারোন ফিঞ্চ বলেছেন, “আরসিবি শিবিরে যোগ দেওয়ার জন্য আমি তো প্রস্তুত। চিন্নাস্বামীতে খেলতে পারলে ভালো লাগত। বিরাটের নেতৃত্বে প্রথমবার খেলব ভেবেই বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ওর বিরুদ্ধে খেলেছি। জানি ও কীরকম! এবার আরও কাছ থেকে দেখব। আশা করি আমার অভিজ্ঞতা কাজে লাগবে। চেষ্টা করব বিরাটের ওপর থেকে চাপ কমাতে।”
এদিকে বছর শেষে ডনের দেশে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ নিয়ে ফিঞ্চের মন্তব্য,ভারত আর অস্ট্রেলিয়ার সিরিজ মানেই জমজমাট লড়াই। আর ভীষণরকম প্রত্যাশার চাপ।
- নিজেদের মধ্যে প্রতিযোগিতা উপভোগ করছেন রুবেল
- আর্জেন্টাইন-ব্রাজিলিয়ান রথে প্রথমবার ফাইনালে পিএসজি
- ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে বাবর আজম
- আরবে IPL,কোহলির নেতৃত্বে খেলার জন্য তৈরি ফিঞ্চ
- মেসি পড়াশোনা করেছেন বাংলাদেশে !